আফগানিস্তানের রাজধানী কাবুলের অনেক মানুষের কাছে শীত মোকাবিলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নেই। সেইসব শীতার্ত মানুষের জন্য জ্বালানি পাঠালো ইসলামী প্রজাতন্ত্র ইরান।
শনিবার (১৫ জানুয়ারি) পার্স টুডে জানিয়েছে, শীতার্ত আফগানদের জন্য খনিজ কয়লা ও কাঠ পৌঁছে দিয়েছে ইরান। একেকটি পরিবার অন্তত ২০ ডলার মূল্যের জ্বালানি পেয়েছে।
এছাড়াও মাজার শরীফসহ অন্যান্য এলাকাতে জ্বালানি সরবরাহের পরিকল্পনা আছে ইরান সরকারের। এর আগে দেশটি প্রতিবেশী আফগানিস্তানের জন্য চাল, আটা, চিনি ও ওষুধসহ বিভিন্ন ত্রাণসামগ্রী পাঠিয়েছে।
আফগানিস্তানে নিযুক্ত ইরানের উপ-রাষ্ট্রদূত সাইয়্যেদ হাসান মুর্তাজাভি বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর নির্দেশনা অনুযায়ী আফগান নাগরিকদের জন্য ত্রাণ সাহায্য পাঠানো অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এনএসআর