ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে খাদ্য সংকট, মিলছে না টয়লেট পেপারও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
যুক্তরাষ্ট্রে খাদ্য সংকট, মিলছে না টয়লেট পেপারও

বিশ্বের সবচেয়ে ধনী ও সম্পদশালী দেশ যুক্তরাষ্ট্রে খাদ্য সংকট দেখা দিয়েছে। সুপার শপগুলোতে পাওয়া যাচ্ছে না নিত্যপ্রয়োজনীয় পণ্য।

দুধ, সবজি এমনকি টয়লেট পেপারও পাওয়া যাচ্ছে না সুপার শপগুলোতে।

দ্রুত ছড়িয়ে পড়া মহামারি ওমিক্রনের প্রভাবে এমন বেহাল দশা দেশটির। এমন সংকটের কারণে দাম বেড়ে যাচ্ছে সব পণ্যের।

বাজার করতে আসা এক ক্রেতা গণমাধ্যমকে বলেন, মাংস নেই, এটা অদ্ভুত। আমি আমার মেয়ের জন্য কিছু জিনিস কিনতে এসেছি। কিন্তু সুপার শপগুলোতে কিছুই নেই।

অন্য আরেকজন ক্রেতা বলেন, আমি কলা কিনতে এসেছিলাম। অবাক করা বিষয় পুরো স্টোরে মাত্র ৫টি কলা আছে। এক স্টোর থেকে অন্য স্টোরে ঘুরছি। কোথাও কিছু নেই। এমন পরিস্থিতি আমি আর কখনও দেখিনি।

বিশ্লেষকরা মনে করছেন, এমন সমস্যা সহজেই সমাধান হবে না। ওমিক্রন, মূল্যস্ফীতি, পণ্য সাপ্লাই সংকট, তার সঙ্গে যুক্ত হয়েছে তুষারপাতসহ দুর্যোগপূর্ণ আবহাওয়া। এসব কারণেই এমন অবস্থা। সব দিক মিলিয়ে এ সংকট থেকে সহজেই বেরিয়ে আসা যাবে না।

শীতের সময় খাদ্য না পেয়ে অনেকেই মজুদ করছেন সব ধরণের পণ্য। তাই খাদ্য সংকট আরও তীব্র হচ্ছে।

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।