দায়িত্ব নেওয়ার পর এক বছর পূর্ণ হলো মার্কিন প্রেসেডিন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের।
এ উপলক্ষে বুধবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন জানান, তিনি যদি ২০২৪ সালে আবারও নির্বাচনে দাঁড়ান, তাহলে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসই তার রানিং মেট হবেন।
বাইডেন ভোটের অধিকার রক্ষায় হ্যারিসের রেকর্ড সমর্থন করে বলেন, আমি তাকে দায়িত্ব দিয়েছিলাম। আমি মনে করি তিনি খুব ভালো কাজ করছেন।
এর আগে ডিসেম্বরের মাঝামাঝিতে কমলা হ্যারিস বলেছিলেন, তিনি এবং বাইডেন এখনও ২০২৪ সালের নির্বাচন নিয়ে আলোচনা করেননি। যদি বাইডেন আবার না দাঁড়াতে চান, তবে তিনিও হোয়াইট হাউসের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
আমেরিকার ইতিহাসে হ্যারিস, প্রথম নারী এবং কৃষ্ণাঙ্গ এবং এশিয়ান আমেরিকান ব্যক্তি, যিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।
২০২১ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন জো বাইডেন।
বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
এসই/এসআইএস