একসঙ্গে ১০ সন্তান জন্ম দিয়েছেন সৌদি আরবের এক নারী। রিয়াদের কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে ওই শিশুদের জন্ম হয়।
বুধবার (১৯ জানুয়ারি) সৌদি গেজেটের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ৩৪ বছর বয়সী ওই নারী ১২ জানুয়ারি একসঙ্গে ১০ শিশুর জন্ম দেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সব সন্তান সুস্থ আছে। শিশুদের ওজন ৯৫০ গ্রাম থেকে ১ হাজার ১০০ গ্রামের মধ্যে। গর্ভধারণের ২৮ সপ্তাহের মাথায় ওই নারী সন্তানদের জন্ম দেন।
এদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে এ খবর শেয়ার করেছে।
তবে টুইটার অ্যাকাউন্টে বা সৌদি গণমাধ্যমে নবজাতকদের কোনো ছবি প্রকাশ করা হয়নি।
এ খবরে সবাই চিকিৎসকদের প্রশংসা করেছেন, আর নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
এনএইচআর