ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি ২০ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার (২২ জানুয়ারি) সকাল ৭টার দিকে মুম্বাইয়ের তারদেও এলাকায় গোয়ালিয়া ট্যাঙ্কের গান্ধী হাসপাতালের বিপরীতে ভবনটির ১৮ তলায় এই আগুন লাগে।
মুম্বাইয়ের মেয়র কিশোরি পেড়নেকর বলেন, আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো প্রচুর ধোঁয়া উঠছে। ভবনে আটকেপড়া সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, ২০ তলা ভবনটির ছয়জন বয়স্ক বাসিন্দার অক্সিজেন সহায়তার প্রয়োজন হচ্ছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
জেএইচটি