বাড়ির সামনে ভাল্লুক দেখে ভয় পেয়ে গেলেন গ্রামের বাসিন্দারা। ভারতের ওড়িশার একটি গ্রামে লোকালয়ে দেখা যায় ভাল্লুক দুটি।
দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, নবরাংপুর জেলার উমরকোট ব্লকের বুর্জা গ্রামে সকাল বেলা দেখা যায় ভাল্লুক দুটি।
এ ঘটনায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মা ভাল্লুকের সঙ্গে একটি ভাল্লুক ছানা লোকালয়ে খাবারের সন্ধানে ঢুকে পড়েছে। ভাল্লুক দেখেই গ্রামের কুকুরগুলো তাদের ধাওয়া করে। শেষে কয়েকজন গ্রামবাসী মশাল জ্বালিয়ে তাদের তাড়া করে জঙ্গলে ফেরত পাঠায়।
বারবার বন্য প্রাণী লোকালয়ে প্রবেশ নিয়ে উদ্বিগ্ন একাধিক পশুপ্রেমী সংগঠন। তারা বলছেন, বনে পর্যাপ্ত খাবার সঙ্কটে এভাবে বারবার বন্যপ্রাণীরা লোকালয়ে ঢুকে পড়ছে। অবিলম্বে বনবিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
জেএইচটি
Sloth bears, Mother and baby duo intrudes human habitation in search of #food later being chased away by villagers in Umerkote block of #Odisha's Nabrangpur District @aajtak @IndiaToday pic.twitter.com/pnyMVTwS1r
— Suffian سفیان (@iamsuffian) January 19, 2022