ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩১, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সংক্রমণ কমায় দিল্লিতে বিধিনিষেধ প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
সংক্রমণ কমায় দিল্লিতে বিধিনিষেধ প্রত্যাহার ফাইল ফটো

ঢাকা: করোনা সংক্রমণের হার কমে আসায় ভারতের রাজধানী দিল্লিতে জারি করা বিধিনিষেধ প্রত্যাহার করেছে সরকার।  

গত বছরের ডিসেম্বরে করোনা ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে কঠোর বিধিনিষেধ জারি করে দেশটির সরকার।

 

জানা যায়, চলিত বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লিতে যতো মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে ৮০ শতাংশের শরীরেই ওমিক্রনের উপস্থিতি ছিল। মৃত ব্যক্তিদের মধ্যে মোট ২৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সেখানে দেখা গেছে ১৯১ জনের শরীরেই ওমিক্রনের উপস্থিতি ছিল।  সামগ্রিকভাবে চলিত বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য ৬২৬টি নমুনার মধ্যে ৯২ শতাংশে ওমিক্রন ভেরিয়েন্ট পাওয়া গেছে। যদিও দেশটির সরকারি তথ্য অনুসারে জানানো হয়েছে মৃতদের মধ্যে বেশিরভাগ কোমর্বিডিটিতে আক্রান্ত ছিলেন।

এর গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) টুইট করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, ‘১ এপ্রিল থেকে সমস্ত স্কুলে অফলাইনে চলবে। মাস্ক না পরলে জরিমানাও কমানো হয়েছে, এবার থেকে দিল্লিতে কেউ মাস্ক না পরলে জরিমানা করা হবে ৫০০ টাকা। ’

তিনি আরও জানিয়েছেন, ‘সরকার সর্বদা সামগ্রিক পরিস্থিতির দিকে কড়া নজর রাখবে। ’

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।