ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩১, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্ব করোনা: আরও ২২৩৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
বিশ্ব করোনা: আরও ২২৩৯ জনের মৃত্যু ছবি: বিবিসি

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২২৩৯ জন। একই সময়ে নতুন করে ছয় লাখ ৯৮ হাজার ৬৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এর আগের দিন শুক্রবার (১৫ এপ্রিল) বিশ্বে তিন হাজার ৩৬৯ জনের মৃত্যু খবর পাওয়া যায়। আর করোনা শনাক্ত হয় ৯ লাখ ৩৭ হাজার ৭৬৭ জন।

শনিবার (১৬ এপ্রিল) আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ১৯ হাজার ৮৮৮ জনে। এছাড়া এখন পর্যন্ত ৫০ কোটি ৩৬ লাখ ২৫ হাজার ৭৯৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৫ কোটি ৩৯ লাখ ৭২ হাজার ১৬৭ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই আছে ভারত। আর তিন নম্বরে ব্রাজিল।

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৩৯ হাজার ৫৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৩৭২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ২২ লাখ ৯৫ হাজার ৭৬৮ জনে। এদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ১৫ হাজার ৩৫৭ জন।

ভারতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭২৩ জনের। এ সময় মারা গেছেন চারজন। এছাড়া ব্রাজিলে একদিনে ১০৫ জন, ফ্রান্সে ১৫১, জার্মানিতে ৯১, রাশিয়াতে ২৬১, দক্ষিণ কোরিয়ায় ২৬৪ ও ইতালিতে ১৩৩ জনের মৃত্যু হয়।

এদিকে, ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই রয়ে গেছে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২২৪ জনে।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।