নিউইউর্কের টাইমস স্কয়ারে হাজারো মুসল্লি একত্রিত হয়ে ইফতার শেষে তারাবির নামাজ আদায় করেছেন। গেল শনিবার একসঙ্গে তারাবি আদায়ের এই আয়োজন করা হয়েছিল।
মুসলিম সোশ্যাল মিডিয়া ইনফ্লুইয়েন্সার এসকিউ, মুসলিমস গিভিং ব্যাক ও ড্রপলেটস অব মার্সির সহযোগিতায় এর আয়োজন করে।
সূর্যাস্তে লোকজন রোজা ভেঙে ইফতার করেন। কোরআন তেলাওয়াতকারী ফয়সাল লতিফ ও ফারাজ হাসান নামাজে নেতৃত্ব দেন।
মুসলিমস গিভিং ব্যাক বলছে, তারা খেজুর, পানি, পিৎজার আইটেম সমেত ২০০০ জনের ইফতার বিতরণ করেছে। পরে কয়েক হাজার মানুষ সেখানে জমায়েত হয়ে তারাবির নামাজ আদায় করেন।
দাহিলা তারেক নামে এক ব্যক্তি তার পরিবার ও বন্ধুদের সঙ্গে তারাবিতে অংশ নেন। তিনি বলেন, খোলামেলা এবং সুন্দর পরিবেশে ইসলাম সম্পর্কে প্রশ্ন করার জন্য লোকেদের স্থান দেওয়া ছিল গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আমি আশা করি, প্রতি বছরই এটি চলবে। কারণ এটি সত্যিই ভালো। আমি আশা করি, ধীরে ধীরে লোকজন বাড়বে।
উদ্যোক্তারা জানান, ইসলামভীতি দূর করা, ধর্মের প্রকৃত সৌন্দর্য সম্পর্কে জানানো এবং সম্প্রীতির বার্তা তুলে ধরাই ছিল এর উদ্দেশ্য।
সূত্র: দ্য ন্যাশনাল নিউজ
বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
আরএইচ