ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

রুকু ও সিজদায় পড়ার বিশেষ দোয়া

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
রুকু ও সিজদায় পড়ার বিশেষ দোয়া

রুকু ও সিজদায় মুসল্লিদের যথাক্রমে সুবহানা রব্বিয়াল আজিম ও সুবহানা রব্বিয়াল আ’লা পড়তে হয়। আমরা রুকুতে আল্লাহর প্রশংসা করি এবং ক্ষমা চাই।

সুবহানা রব্বিয়াল আজিমের অর্থ  ‘আমার মহান রবের পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি। ’

আর সিজদায় বলা ‘সুবহানা রাব্বিয়াল আলা’র অর্থ: আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি।  

এছাড়াও রুকু ও সিজদায় বিশেষ দোয়া পড়া যায়।  

দোয়াটি হলো : সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়াবিহামদিকা, আল্লাহুম্মাগফিরলি।
অর্থ : হে আমাদের রব আল্লাহ! আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং আপনার প্রশংসা করছি। হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করে দিন।

হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) রুকু ও সিজদায় এ দোয়া পড়তেন।

(বুখারি, হাদিস : ৭৯৪)

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।