মৃত্যুর পর মানুষকে দাফন করা হয়। এজন্য কবর খুঁড়তে হয়।
এক্ষেত্রে প্রশ্ন ওঠে, এভাবে পারিশ্রমিক নিয়ে কবর খনন করা এবং টাকার বিনিময়ে কবর খনন করানো কি জায়েজ হবে?
ফকিহরা বলে থাকেন, কবর খনন করা সওয়াবের কাজ। যে এ কাজ করে সে তো সওয়াবের উদ্দেশ্যেই করে। তবে এ ক্ষেত্রে কেউ যদি তাকে হাদিয়া দিয়ে সম্মান করে, তাহলে তা গ্রহণ করা জায়েজ আছে। আর যেখানে এ কাজের জন্য একাধিক ব্যক্তি রয়েছে, সেখানে কেউ যদি নির্ধারিত পারিশ্রমিক নিয়ে এ কাজ করতে চায়, তবে সেটিও নাজায়েজ নয়। তবে এমন না করাই ভালো।
সূত্র : বাদায়িউস সানায়ে: ৪/৪৫; ফাতাওয়া কাজিখান : ১/১৯০; ফাতাওয়া তাতারখানিয়া : ১৮/১৫৬; আদ্দুররুল মুখতার : ২/১৯৯
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
এইচএ/