ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

কেউ চাঁদ দেখলে জাতীয় কমিটিকে কল করার আহ্বান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৪
কেউ চাঁদ দেখলে জাতীয় কমিটিকে কল করার আহ্বান প্রতীকী ছবি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই ৩০ রোজা পূর্ণ করেই এসব দেশে ঈদ উদযাপিত হবে আগামীকাল বুধবার (১০ এপ্রিল)।

এদিকে চাঁদ দেখার সব প্রস্তুতি নিয়ে রেখেছে জাতীয় দেখা কমিটি। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। তাই দেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে ফোন করার আহ্বান করেছে চাঁদ দেখা কমিটি।

এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসলামিক ফাউন্ডেশন।

এতে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ১৪৪৫ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে এ সভা হবে। সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ করা হলো।  

টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

রমজানের শেষে নতুন চাঁদ ওঠার মাধ্যমে শাওয়াল মাসের শুরু হয়। এ মাসের প্রথম দিন ঈদুল ফিতর হিসেবে উদযাপন করেন মুসলমান ধর্মাবলম্বীরা।

চন্দ্র বছর অনুযায়ী, রমজান ১২ মাসের মধ্যে নবম মাস। এ মাস শেষ হওয়ার পর ঈদ উদযাপিত হয়।  

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।