ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

এখনও ইজতেমামুখী হাজারো মুসল্লি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
এখনও ইজতেমামুখী হাজারো মুসল্লি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিশ্ব ইজতেমা ময়দান থেকে: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নিতে শুক্রবারও (১৫ জানুয়ারি) দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এসেছেন।

২০ দলের অবরোধ আর হরতালের কারণে বৃহস্পতিবার অনেকেই ইজতেমায় আসতে পারেননি।

এজন্য অনেকেই শুক্রবার ঈমান-আমলের নেকি অর্জন করতে ইজতেমায় শামিল হন।

ট্রেন, বাসসহ বিভিন্ন যানবাহনে চড়ে তুরাগ তীরে আসছেন তারা। অনেকেই অন্য যানবাহন না পেয়ে বাধ্য হয়ে পিকআপ কিংবা ট্রাকে করেই চলে আসছেন ইজতেমা ময়দানে।

ময়মংসিংহ থেকে বিশ্ব ইজতেমায় এসেছেন মো. আবদুল হাই। তারা জামাত নিয়ে এসেছেন। তার জামাতে ২৫জন লোক রয়েছেন।

বললেন, কালকে (বৃহস্পতিবার) হরতাল থাকায় আসতে পারি নাই। তাই আজকে ভোরে রওনা দিয়ে জুমার আগেই চলে এসেছি।

ইজতেমা ময়দানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ কর্মকর্তা শুভ্রত কুমার সাহা বাংলানিউজকে বলেন, অন্যদিনের তুলনায় শুক্রবার রাস্তায় যানবাহনের চাপ বেশি। এরমধ্যে বেশির ভাগই ইজতেমামুখী মুসুল্লি বহনকারী যানবাহন।

এদিকে মুসুল্লিদের যাতায়াতের সুবিধার্থে শুক্রবার জুমার নামাজের আগে টঙ্গী ডাইর্ভাশন রোডে প্রায় দুইঘণ্টা যান চলাচল বন্ধ রাখা হয়।

এতে কোনো ঝক্কি-ঝামেলা ছাড়া পায়ে হেঁটেই ইজতেমা ময়দানে চলে আসেন আশপাশসহ বিভিন্ন এলাকার মুসুল্লিরা।

গাজীপুর জেলার ট্রাফিক পুলিশের কর্মকর্তা মাজহারুল ইসলাম বাংলানিউজকে বলেন, ইজতেমায় জুমার নামাজ আদায় করতে ঢাকার আশপাশে বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আসেন।

তাদের যাতায়াতের সুবিধার্থে দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত টঙ্গী এলাকায় যানবাহন চলাচল বন্ধ রাখা হয় বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।