ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

পাকিস্তানের শীর্ষ আলেম আল্লামা আবদুল মজিদ নাদীমের ইন্তেকাল

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
পাকিস্তানের শীর্ষ আলেম আল্লামা আবদুল মজিদ নাদীমের ইন্তেকাল

উপমহাদেশের প্রখ্যাত আলেম, মজলিসে তাহাফফুজে খতম নবুওয়ত পাকিস্তানের আমীর, জামিয়া বাবুল উলুম মুলতানের শাইখুল হাদিস আল্লামা সাইয়্যেদ আবদুল মজিদ নাদীম রোববার (১ ফেব্রুয়ারি) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।



রোববার একটি বৈঠকে সভাপতিত্ব করা অবস্থায় হঠাৎ তিনি বুকে ব্যাথা অনুভব করেন চেয়ারে ঢলে পড়েন। পরে তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

তার মৃত্যু সংবাদে মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে আসে। মাওলানা আবদুল মজিদ নাদীম একজন জনপ্রিয় বক্তা ছিলেন। তার ওয়াজের সংকলন অনুদিত হয়ে বাংলাদেশেও প্রকাশ করা হয়েছে। তিনি বহুবার বাংলাদেশ সফর করছেন। গত সপ্তাহেও তিনি বাংলাদেশের বিভিন্ন স্থানে তাফসির মাহফিলসহ আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে অংশ নিয়েছেন।  

বাংলাদেম সময়: ১৭৩৮ ঘন্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।