ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

জমাদিউস সানি মাসের চাঁদ দেখা সভা শনিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫
জমাদিউস সানি মাসের চাঁদ দেখা সভা শনিবার

ঢাকা: ১৪৩৬ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা সভা আহ্বান করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

শনিবার (২১ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টায় রাজধানীর আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।



এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ প্রিন্সিপাল মতিউর রহমান। সভায় চাঁদ দেখা কমিটির সম্মানিত সদস্যরা উপস্থিত থাকবেন।

শুক্রবার (২০ মার্চ) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেলে টেলিফোনে (৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭) অথবা ফ্যাক্স (৯৫৬৩৩৯৭) করে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।