নামাজের রুকু-সিজদায় কমপক্ষে তিনবার তাসবিহ পড়া সুন্নত। ইচ্ছা করে তিনবারের কম পড়া অনুচিত।
হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন রুকু করে তখন সে যেন তিনবার ‘সুবাহানা রাব্বিয়াল আজিম’ বলে এবং যখন সিজদা করে তখন যেন তিনবার ‘সুবহানা রাব্বিয়াল আলা’ বলে। যখন সে এভাবে চরবে তখন তার রুকু ও সিজদা পূর্ণ হবে। আর এটাই হলো তাসবিহ আদায়ের সর্বনিম্ন পরিমাণ। -সূত্র : খুলাসাতুল ফাতাওয়া- ১/৫৪
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘন্টা, মে ৩০, ২০১৫
এমএ