ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

এবার মাত্র ২ লাখ সৌদি বাসিন্দা হজের সুযোগ পাচ্ছেন

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
এবার মাত্র ২ লাখ সৌদি বাসিন্দা হজের সুযোগ পাচ্ছেন

সৌদি আরবের বাসিন্দা হলেই ইচ্ছেমতো হজ আদায় করার সুযোগ নেই। সৌদি বাসিন্দারা নিয়ম করে কয়েক বছর পর পর হজ পালনের অনুমতি লাভ করেন।

এরই ধারাবাহিকতায় এবার ২ লাখ সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসরত প্রবাসী হজের অনুমতি পাবেন। তাদের এই অনুমতিপত্র নির্দিষ্ট প্রক্রিয়া শেষে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে নিবন্ধনের মাধ্যমে গ্রহণ করতে হবে। খবর সৌদি গেজেটের।

সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের সহকারী সচিব হুসেইন আল শরিফ বলেছেন, মন্ত্রণালয়ের ই-পোর্টালে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবের বাসিন্দাদের হজের জন্য নিবন্ধন চলবে।

তিনি বলেছেন, হজ পালনের জন্য ২ লাখ অনুমতি প্রদানের পর সৌদি আরবে বসবাসকারী নাগরিকদের নিবন্ধন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হজপালনকারীরা যেনো শান্তি ও স্বস্তির সঙ্গে পবিত্র হজ পালন করতে পারেন, সেজন্য স্থানীয়দের জন্য এই নিয়ম।

সৌদি আরব আয়তনের দিক দিয়ে পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ যার আয়তন ২১,৫০,০০০ বর্গ কিমি। আলজেরিয়ার পরে আরব বিশ্বে দ্বিতীয় বৃহত্তম দেশ।

২০১৪ সালে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী সৌদি আরবের মোট জনসংখ্যা ৩ কোটি ৮ লাখ। আর এর মধ্যে ৩৩ শতাংশই অভিবাসী। অর্থাৎ দেশটিতে মোট জনসংখ্যার ২ কোটি ৭ লাখ সৌদি নাগরিক অর্থাৎ ৬৭ শতাংশ। আর বাকি ১০ কোটি ১ লাখ অভিবাসী। সৌদি আরবের কেন্দ্রীয় পরিসংখ্যান ও তথ্য বিভাগ, সিডিএসআই প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
এমএ/

** তিন মিটার উঁচুতে ভাঁজ করে রাখা হলো কাবার গিলাফ
** হাজিদের জন্য খুলে দেওয়া হচ্ছে মসজিদে হারামের দুই শতাধিক দরজা
** পৃথিবীর বড় ঘড়ি মক্কা ঘড়ি
** হজের সময় দোয়া কবুলের স্থানসমূহ
** হজের কোরবানির পশুর দাম নির্ধারণ
** শারীরিকভাবে সামর্থ্য থাকা অবস্থায়ই হজে যাওয়া উচিত
** কবুল হজের বিনিময় নিশ্চিত জান্নাত
** রিকশা চালিয়ে হজের টাকা জোগাড়
** পবিত্র কাবা শরিফের মর্যাদা
** হজে যাওয়ার আগে বান্দার হক পূরণ করে যেতে হবে
** হজের সফরে মৃত্যুবরণকারীর মর্যাদা
** পকেটমারতে হজে যাওয়া, এ লজ্জা রাখি কোথায়?
** হারাম শরিফে নামাজ ও তাওয়াফের ফজিলত
** হজের সফরে খরচের প্রতিদান ব্যয় অনুপাতে প্রদান করা হবে
** হজযাত্রীদের জন্য যা জানা জরুরি
** মক্কা শরিফের দর্শনীয় কিছু স্থান
** কবুল হজের জন্য যে আমল বেশি বেশি করা দরকার
** হজ ফরজ হওয়ার শর্ত ও প্রকারসমূহ
** বদলি হজ আসলে কী?

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।