মালয়েশিয়ার দারুল ঈমান নামে প্রসিদ্ধ ট্রানঘানু (Terengganu) প্রদেশে প্রথম কোরআনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে। বর্তমানে এ প্রদেশে একটি দারুল কোরআন (মাধ্যমিক পর্যায়ের কলেজ) রয়েছে, যা আপগ্রেড করে কয়েক বছর আগে কলেজে রূপান্তরিত করা হয়েছিল।
ট্রানঘানু প্রদেশের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন বিষয়ক কমিটির প্রধান তৈয়ব গাজালি এ বিষয়ে বলেন, ইতোমধ্যে এ কোরআনিক বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোর নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
গাজালি অারও বলেন, মালয়েশিয়ার ট্রানঘানু প্রদেশে কোরআনিক বিশ্ববিদ্যালয় নির্মাণের ধারণা দেশটির শিক্ষামন্ত্রী ইদ্রিস জুসু উপস্থাপন করেছেন। তার বিশেষ আগ্রহে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হচ্ছে। এর কারিকুলামের থাকবে, ইতিহাস, ইসলামের ইতিহাস, রাজনীতি, সমাজ কল্যাণের মতো বিষয়সমূহ। তবে এখানে কোরআন গবেষণার বিষয়কে প্রাধান্য দেওয়া হবে।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় ধর্ম ইসলাম৷ দেশটির জনসাধারণের ৭০ শতাংশের বেশি মুসলমান৷ সেখানে সিভিল কোর্টের পাশাপাশি শরিয়া আদালতের কার্যক্রম পরিচালিত হয়৷ শরিয়া আদালতে শুধুমাত্র মুসলমানদের মামলা-মোকাদ্দমা পরিচালনা করা হয়৷
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘন্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
এমএ/