কারো জিম্মায় বা দায়িত্বে ঋণ থাকলে সে হজ পালন করতে পারবে কিনা- বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে নানা কথা প্রচলিত আছে। তবে অভিজ্ঞ ইসলামি চিন্তাবিদদের অভিমত হলো, যে ব্যক্তি হজ আদায় করল কিন্তু তার দায়িত্বে অন্যের পাওনা ঋণ হিসেবে রয়ে গেছে তার হজ সহিহ হবে।
হজ সহিহ হওয়ার সঙ্গে ঋণের কোনো সম্পর্ক নেই। ওই ব্যক্তি যদি হজের রুকন (ফরজ, ওয়াজিব অন্যান্য বিধি-বিধান) ও শর্তগুলো পরিপূর্ণভাবে আদায় করে তবেই তার হজ আদায় হয়েছে বলে ধরে নেওয়া হবে। সম্পদের সঙ্গে বা ঋণের সঙ্গে হজের শুদ্ধতার কোনো সম্পর্ক নেই। তবে যে ব্যক্তির ঋণ আছে সে ব্যক্তির জন্য হজ না করা উত্তম। যে অর্থ সে হজ আদায়ে খরচ করবে সে অর্থ ঋণ আদায়ে খরচ করা উত্তম এবং শরয়ি বিবেচনায় সে সামর্থ্যবান নয়।
হজের শুদ্ধতার জন্য ঋণের কোনো প্রভাব নেই। আমাদের মনে রাখতে হবে, হজ ফরজ হওয়ার অন্যতম শর্ত হচ্ছে- সামর্থ্যবান হওয়া। সামর্থ্যের মধ্যে রয়েছে- আর্থিক সামর্থ্য। আর যে ব্যক্তির ওপর ঋণ রয়েছে, ঋণদাতারা যদি ঋণ আদায় করার আগে হজ আদায়ে বাঁধা দেয় তাহলে ঋণগ্রস্ত ব্যক্তি হজ আদায় করবে না। কারণ সে সামর্থ্যবান নয়। আর যদি তারা ঋণ আদায়ে চাপ না দেয় এবং (ঋণদাতারা) মনে বিশ্বাস রাখে ও (ঋণগ্রহিতার) হজের বিষয়টি সহজভাবে নেয়- তাহলে তার জন্য হজ আদায় করা জায়েয আছে। হতে পারে হজ তার ঋণ আদায় করার জন্য কোনো কল্যাণের পথ খুলে দিবে।
প্রসঙ্গত বলতে হয়, কোনো ইবাদত কবুল হওয়া না হওয়া বিষয়ে কিছু বলার আগে মনে রাখা দরকার, ইবাদত কবুল হওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে আল্লাহর নিকট। তবে আলেমরা শুধু ইবাদত শুদ্ধ হওয়া সম্পর্কে, ইবাদতের শর্তাবলি ও রুকনগুলো পরিপূর্ণ হওয়া সম্পর্কে কিছু বলতে পারেন, প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘন্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
এমএ/
** প্রিয়নবীর হাতেগড়া যে মসজিদ
** হজ পালনের সময় সেলফি তোলা হারাম
** এবার মাত্র ২ লাখ সৌদি বাসিন্দা হজের সুযোগ পাচ্ছেন
** তিন মিটার উঁচুতে ভাঁজ করে রাখা হলো কাবার গিলাফ
** হাজিদের জন্য খুলে দেওয়া হচ্ছে মসজিদে হারামের দুই শতাধিক দরজা
** পৃথিবীর বড় ঘড়ি মক্কা ঘড়ি
** হজের সময় দোয়া কবুলের স্থানসমূহ
** হজের কোরবানির পশুর দাম নির্ধারণ
** শারীরিকভাবে সামর্থ্য থাকা অবস্থায়ই হজে যাওয়া উচিত
** কবুল হজের বিনিময় নিশ্চিত জান্নাত
** রিকশা চালিয়ে হজের টাকা জোগাড়
** পবিত্র কাবা শরিফের মর্যাদা
** হজে যাওয়ার আগে বান্দার হক পূরণ করে যেতে হবে
** হজের সফরে মৃত্যুবরণকারীর মর্যাদা
** পকেটমারতে হজে যাওয়া, এ লজ্জা রাখি কোথায়?
** হারাম শরিফে নামাজ ও তাওয়াফের ফজিলত
** হজের সফরে খরচের প্রতিদান ব্যয় অনুপাতে প্রদান করা হবে
** হজযাত্রীদের জন্য যা জানা জরুরি
** মক্কা শরিফের দর্শনীয় কিছু স্থান
** কবুল হজের জন্য যে আমল বেশি বেশি করা দরকার
** হজ ফরজ হওয়ার শর্ত ও প্রকারসমূহ
** বদলি হজ আসলে কী?