ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

ইসলামি আইনকেন্দ্র গড়তে সৌদি ব্যাংকারের ১ কোটি ডলার অনুদান

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
ইসলামি আইনকেন্দ্র গড়তে সৌদি ব্যাংকারের ১ কোটি ডলার অনুদান

সৌদি আরবের ব্যাংক ব্যবসায়ী আবদুল্লাহ এম কামিল (Abdallah S. Kamel) যুক্তরাষ্ট্রের ইয়েল ল’ স্কুলে (Yale Law School) ইসলামি আইন অধ্যয়নকেন্দ্র প্রতিষ্ঠার জন্য এক কোটি ডলার অর্থ সাহায্য দেবেন। খবর এপির।



ব্যবসায়ী আবদুল্লাহ এস কামিল দাল্লাহ আল বারাকা গ্রুপ (Dallah Albaraka Group) এর সিইও। এছাড়া তিনি সৌদি আরবের আবাসন ব্যবসার সঙ্গেও জড়িত।

ইয়েল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট পিটার স্যালোভে (Peter Salovey) ও ইয়েল ল’ স্কুলের ডিন বরার্ট পোস্ট (Robert C. Post) সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে আবদুল্লাহ কামিল এ ঘোষণা দেন।

তার এই ঘোষণার পর ইয়েল কর্মকর্তারা বলেছেন, আবদুল্লাহ এস কামিলে উদ্যোগ ইসলামি সভ্যতা বিকাশে ও ইসলামি আইন সম্পর্কে আগ্রহীদের তৃষ্ণা মিটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই সঙ্গে ইয়েল ল’ স্কুলে ইসলামি ল’ সেন্টার প্রতিষ্ঠার বিষয়টি অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে উদ্বুব্ধ করবে।

ইয়েল ল’ স্কুল আমেরিকার নিউ হ্যাভেনে অবস্থিত। যার অবস্থান নিউইয়র্ক সিটি ও বোস্টনের মাঝামাঝিতে।

ইয়েল ল’ স্কুল ছাড়াও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ল’ স্কুলে অনুরূপ ইসলামি আইন অধ্যয়নের সুযোগ রয়েছে। সৌদি বাদশার অর্থানুকূল্যে হার্ভার্ডে ওই শিক্ষাকেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়েছে।



বাংলাদেশ সময়: ১৬০৮ ঘন্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।