ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

পবিত্র আশুরা ২৪ অক্টোবর

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
পবিত্র আশুরা ২৪ অক্টোবর

ঢাকা: আগামী ২৪ অক্টোবর শনিবার পবিত্র আশুরা। বুধবার সন্ধ্যায় (১৪ অক্টোবর, ২০১৫) দেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে শুরু হচ্ছে হিজরি বর্ষ ১৪৩৭।

এ হিসেবে আগামী ১০ মহররম অর্থাৎ ২৪ অক্টোবর (শনিবার) পবিত্র আশুরা পালিত হবে।

বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি ড. চৌধুরী মো. বাবুল হাসান।

সভায় প্রধান তথ্য অফিসার তছির আহাম্মদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অঃ.দা.) মো. অহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. আমজাদ আলী, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. সাইদুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ নূরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (বার্তা) নাসির আহমেদ, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমাদ, ভারপ্রাপ্ত ওয়াক্ফ প্রশাসক মোহাম্মদ জাকের হোছাইন, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্রের (স্পারসো) সিএসও মো. শাহ আলম, আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবদুর রহমান, বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব ক্বারী আবু রায়হান ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

মহররম মাসের দশম দিবস মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, আল্লাহর নির্দেশে এ দিনে পৃথিবী সৃষ্টি হয়েছিল। এ দিনেই কেয়ামত হবে।

১০ মহররম প্রথম মানুষ হজরত আদম (সা.)-কে সৃষ্টি করা হয়। আরও অনেক ঘটনার কারণে স্মরণীয় ১০ মহররম।

মুসলিম বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হয়। আশুরার দিনটি সরকারি ছুটির দিন।




বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫/আপডেট ২০০৬ ঘণ্টা
এসএমএ/এমএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।