ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

২৪ অক্টোবর থেকে লন্ডন ইসলামি বইমেলা

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
২৪ অক্টোবর থেকে লন্ডন ইসলামি বইমেলা

আগামী ২৪ অক্টোবর শুরু হচ্ছে তিন দিনব্যাপী লন্ডন ইসলামি বইমেলা ও সিরাত প্রদর্শনী। তৃতীয়বারের মতো এই মেলা আয়োজন করছে আল কোরআন একাডেমী লন্ডন।

বইমেলা শেষ হবে ২৬ অক্টোবর।

লন্ডনের প্রাণকেন্দ্র লন্ডন মুসলিম সেন্টারে বইমেলাটি অনুষ্ঠিত হবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

বইমেলায় প্রতিবারের ন্যায় এবারও ইসলামি বইয়ের প্রাধান্য থাকবে। বাংলাদেশ ও ভারত থেকে প্রকাশিত ইসলামি বই ছাড়াও এতে থাকবে বিশ্ববিখ্যাত ইসলামি গ্রন্থের সমাহার। বইমেলায় অংশ নিবে লন্ডনের প্রসিদ্ধ ইসলামি পুস্তক প্রকাশকরা।

এবারে বইমেলার বাড়তি আর্কষণ হলো সিরাত প্রদর্শনী। এই প্রদর্শনীতে সিরাত বিষয়ক বিভিন্ন তথ্যচিত্র ও গবেষণার আলোকে প্রিয়নবী (সা.)-এর সমগ্র জীবন তুলে ধরা হবে। লন্ডনে এমন আয়োজন এটাই প্রথম।

আয়োজকদের প্রত্যাশা, প্রতিবছরের মতো এবারো ব্যাপক লোকসমাগম হবে বইমেলায়। বিশেষ করে বাংলাভাষী ও বাংলাদেশি মুসলিমদের এক অভূতপূর্ব মিলন মেলায় পরিণত হয় বইমেলা।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।