গাজীপুর: বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত চলাকালে হাফেজ আবু বক্কর (৬০) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইজতেমার প্রথম দফায় এক বিদেশি মেহমানসহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে।
রোববার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে আবু বক্করের মৃত্যু হয়।
মৃত আবু বক্কর চট্টগ্রামের হাটহাজারী থানার উলিপুর গ্রামের বাসিন্দা।
বিশ্ব ইজতেমা আয়োজক কর্তৃপক্ষের মুরুব্বি গিয়াস উদ্দিন বাংলানিউজকে জানান, রোববার মোনাজতের দিন দুপুর দেড়টা পর্যন্ত একজন বিদেশিসহ মোট ৯ জন মারা গেছেন। এর মধ্যে বেশির ভাগই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
সূত্র জানায়, বার্ধক্যজনিত ও শ্বাসকষ্টজনিত কারণে রোববার ভোর পৌনে ৫টার দিকে সিরাজগঞ্জের কাজিপুর সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার মৃত কাছিম উদ্দিনের ছেলে দলিলুর রহমান (৭৫) মারা যান।
একই কারণে ওই জেলার ভেন্নাবাড়ি হরিনারায়নপুর এলাকার মীর হোসেন আকন্দের ছেলে জয়নাল আবেদীনেরও (৬০) রাত একটার দিকে মৃত্যু হয়।
এর আগে শনিবার সকালে ঢাকা থেকে ইজতেমা ময়দানে আসার পথে ইন্দোনেশীয় নাগরিক মি. পুর্নম সোপান ওরফে সোফা হাজি (৬৭) মারা যান।
হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোফা হাজিকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার রাতে সোফা হাজি ইজতেমায় যোগ দিতে বাংলাদেশে আসেন। শনিবার বাদ এশা তার জানাজা শেষে বিশ্ব ইজতেমা ময়দান কবরস্থানেই দাফন করা হয়।
এছাড়া শনিবার ভোরে সিলেটের মুসল্লি আলাউদ্দিন (৭০), রাতে আবুল বাশার (৬০), বৃহস্পতিবার রাতে সিলেটের গোপালগঞ্জ উপজেলার রনকালি এলাকার জয়নাল আবেদীন (৫৫), কুড়িগ্রামের উলিপুর উপজেলার চকলাপাড় গ্রামের নূরুল ইসলাম (৭২) এবং নাটোরের সিংড়া উপজেলার বটিয়া গ্রামের ফরিদ উদ্দিনের (৬৫) মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬।
এমএ/
** বিদেশিসহ ৮ মুসল্লির মুত্যু