ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। ইসলাম শান্তির ধর্ম।
উভয় জাহানের শান্তির দূত হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর সামনে যে আদর্শ রেখে গেছেন, সে আদর্শ গোটা দুনিয়ায় প্রতিষ্ঠিত হলে কোনো মানুষকে দুনিয়া-আখেরাতে কোনো প্রকার দুঃখ-কষ্ট পোহাতে হবে না।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ঐতিহাসিক জমিয়তুল ফালাহ ময়দানে ইসলামি সম্মেলন সংস্থা বাংলাদেশ কর্তৃক আয়োজিত ২ দিনব্যাপী ৩১তম আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের সম্মানিত ইমাম ও খতিব আল্লামা শায়খ আবু ওমর ইয়াকুব আব্বাসি এসব কথা বলেন।
খতিব আল্লামা শায়খ আবু ওমর ইয়াকুব আব্বাসি অারও বলেন, ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদের অপপ্রচার একটি ভয়াবহ ষড়যন্ত্র বৈ অন্য কিছু নয়। প্রকৃত মুসলমান কোনোদিন সন্ত্রাসী হতে পারে না, সন্ত্রাস করা তো দূরের কথা- সন্ত্রাস সমর্থন করে না।
ইসলামি মহাসম্মেলনের প্রথম দিন লাখো মুসল্লির উপস্থিতিতে মাগরিবের নামাজের ইমামতি করেন বাইতুল মুকাদ্দাসের ইমাম আল্লামা শায়খ আবু ওমর ইয়াকুব আব্বাসি।
এ সময় চট্টগ্রামের ওয়াসা, লালখান বাজার, ব্যাটারিগলি ও সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় প্রচুর ভীড় জমে যায়।
জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা আবদুল হালিমের সভাপতিত্বে শুরু হওয়া ইসলামি মহাসম্মেলনে দেশ-বিদেশের প্রখ্যাত অালেমরা গুরুত্বপূর্ণ ওয়াজ-নসিহত পেশ করবেন।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এমএ/