মেহেরপুর: মেহেরপুর সরকারি কলেজ মাঠে বুধবার (২৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা।
এদিন ফজরের নামাজের পরে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে ইজতেমার আনুষ্ঠনিকতা।
এদিকে, ইজতেমা আয়োজনে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরইমধ্যে মুসল্লিদের স্বেচ্ছাশ্রমে ইজতেমার মাঠ, মূল মঞ্চ, ওজুর স্থান ও পাবলিক টয়লেটের কাজ শেষ হয়েছে।
অপরদিকে, ইজতেমাকে কেন্দ্র করে মাঠ ও আশপাশের এলাকায় তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
ইজতেমা আয়োজক কমিটির স্বেচ্ছাসেবী জামাল উদ্দিন বাংলানিউজকে জানান, তারা ইজতেমার প্রস্তুতি প্রায় শেষ করে এনেছেন।
মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম বাংলানিউজকে জানান, এবারই প্রথম আঞ্চলিকভাবে মেহেরপুরে ইজতেমা হতে যাচ্ছে। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে ইজতেমা মাঠ ও আশপাশে পুলিশের পাশাপাশি টহলে থাকবে র্যাব। এছাড়াও সাদা পোশাকে পুলিশ থাকবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসআর/