ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

ঢাকায় এশায়াত সম্মেলনে মুসল্লিদের ঢল

স্টাফ ও আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
ঢাকায় এশায়াত সম্মেলনে মুসল্লিদের ঢল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বায়তুল মোকাররম চত্বর থেকে: মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে পবিত্র জশনে জলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে এশায়াত সম্মেলনে মুসল্লিদের ঢল নেমেছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে এসে জড়ো হতে থাকেন।



মাগরিবের নামাজের আগেই সম্মেলনস্থল বায়তুল মোকাররম চত্বর ছাড়িয়ে আশপাশের এলাকা পল্টন মোড়, গুলিস্তান, দৈনিক বাংলা মোড়, ভবনের ছাদ ও সড়ক জনসমুদ্রে রুপ নেয়।

এরই মধ্যে সেখানে বক্তব্য রেখেছেন- বাংলাদেশ জমিয়াতুল মুদারেছিনে সভাপতি এ এম এম বাহাউদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর,  জমিয়াতুল মুদারেছিনের মহাসচিব অধ্যক্ষ আল্লামা শাব্বীর আহমদ মোমতাজী, আল্লামা মুফতি মুহাম্মদ ইবরাহীম হানফি, আল্লামা মুফতি আনোয়ারুল আলম ছিদ্দিকী ও আল্লামা এমদাদুল হক মুনিরী, মাওলানা সেকেন্দার আলী, মাওলানা মোহাম্মদ ফোরকান, মাওলানা মোহাম্মদ শাহজাহান নোমান।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে রয়েছেন- মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সভাপতি ও চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদে আজম আওলাদে রাসুল হজরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব।

প্রধান আলোচক হিসেবে রয়েছেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক মোহাম্মদ ফোরকান মিয়া।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এফবি/পিসি

** আদর্শ শাখার স্বীকৃতি পেল দুবাই-ওমান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।