ইংল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত ‘প্রকৃত ইসলামকে জানুন’ শিরোনামে অনুষ্ঠিত বার্ষিক প্রদর্শনীতে ৪ হাজারের বেশি অমুসলিম শিক্ষার্থী অংশ নিয়েছেন।
বেশ কয়েক বছর থেকেই ‘প্রকৃত ইসলামকে জানুন’ শিরোনামে ওই প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়ে আসছে।
এক সপ্তাহ ধরে চলা প্রদর্শনীটি ২০ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ২৬ ফেব্রুয়ারি।
নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক এসোসিয়েশনের সভাপতি মুসা আল গামেদি এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, প্রতি বছরের মতো চলতি বছরেও প্রকৃত ইসলামকে জানুন প্রদর্শনীটি সুন্দর ও সফলভাবে শেষ হয়েছে।
তিনি বলেন, এবারের প্রদর্শনী এক ধরণের প্রবর্তনমূলক প্রদর্শনী ছিল। চেষ্টা করা হয়েছে, প্রদর্শনীর মাধ্যমে প্রকৃত ইসলামকে অমুসলিমদের মাঝে ফুটিয়ে তোলা এবং মুসলমান ও ইসলাম সম্পর্কে ভ্রান্তি ধারণা দুর করা। প্রদর্শনীতে আগত অমুসলিমদের বলা হয়েছে যে, শান্তি ও সমবেদনার ধর্ম ইসলাম।
‘প্রকৃত ইসলামকে জানুন’ শিরোনামের প্রদর্শনীতে এবার চারটি বিষয়ের গুরুত্ব দেওয়া হয়। বিষয়গুলো হচ্ছে- ইসলাম ধর্ম, ইসলামি সংস্কৃতি, আরবি বর্ণমালা এবং ইসলামের দৃষ্টিতে নারীর সম্মান।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
এমএ/