ঢাকা: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ১২ ডিসেম্বরের (সোমবার) পরিবর্তে ১৩ ডিসেম্বর (মঙ্গলবার) সাধারণ ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটি পুনর্নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানকে জনস্বার্থ বিবেচনা করে ঈদ-ই মিলাদুন্নবীর ছুটি ঘোষণা করতে বলেছে সরকার।
এর আগে বাংলাদেশের আকাশে কোথাও ১৪৩৮ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ১৩ ডিসেম্বর ঈদ-ই-মিলাদুন্নবী পালনের সিদ্ধান্ত নেয় জাতীয় চাঁদ দেখা কমিটি।
২ ডিসেম্বর (শুক্রবার) থেকে রবিউল আউয়াল মাস শুরু হয়ে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন করা হবে ১৩ ডিসেম্বর।
মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবী হয়রত মুহম্মদ (স.) এর জন্ম ও মৃত্যু দিবস হিসেবে পালন করে। এ দিনটি ঈদ-ই-মিলাদুন্নবী হিসেবে পালন করা হয় এবং দিনটিতে সাধারণ ছুটি থাকে।
ঈদ-ই-মিলাদুন্নবীর দিনে মিলাদসহ ইসলামী আলোচনার আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এমআইএইচ/জিপি/এসএইচ