ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

অস্ট্রেলিয়ায় নির্মিত হচ্ছে ইসলামি থিম নিয়ে কার্টুন সিরিজ

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
অস্ট্রেলিয়ায় নির্মিত হচ্ছে ইসলামি থিম নিয়ে কার্টুন সিরিজ ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপি জনপ্রিয় কার্টুন সিরিজ পেপা পিগের মতোই কিন্তু ইসলামি মূল্যবোধসম্পন্ন একটি কার্টুন সিরিজ তৈরি করতে যাচ্ছে অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠান, কিন্তু এর অর্থ সংগ্রহের জন্য তাদের চাঁদা তোলার পথ নিতে হচ্ছে। 

বিশ্বব্যাপি জনপ্রিয় কার্টুন সিরিজ পেপা পিগের মতোই কিন্তু ইসলামি মূল্যবোধসম্পন্ন একটি কার্টুন সিরিজ তৈরি করতে যাচ্ছে অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠান, কিন্তু এর অর্থ সংগ্রহের জন্য তাদের চাঁদা তোলার পথ নিতে হচ্ছে।  

ওয়ান ফর কিডস নামের প্রতিষ্ঠানটি কার্টুনে ইসলামকে থিম করে সিরিজ বানানোর মূল উদ্যোক্তা।

 

প্রতিষ্ঠানটি ইসলাম সম্পর্কিত বিষয় নিয়ে শিশুদের অনুষ্ঠান বানিয়ে থাকে। এবার তারাই ‘বারাকা হিলস’ নামে একটি কার্টুন সিরিজ নির্মাণ শুরুর জন্য ১৫ হাজার মার্কিন ডলার সংগ্রহ করতে চাইছে।  

বারাকা হিলসের প্রযোজক বলছেন, পেপা পিগ নামের বিপুল জনপ্রিয়তা পাওয়া কার্টুনের এটি একটি বিকল্প হতে পারে।

পেপা পিগ একটি শূকর পরিবারের প্রতিদিনের জীবনভিত্তিক ব্রিটিশ কার্টুন। যা পৃথিবীর ১৮০টি দেশে দেখানো হয়।

অস্ট্রেলিয়ার একজন ইসলাম ধর্মীয় নেতা এবং সেখানকার জাতীয় ইমাম কাউন্সিলের প্রধান শেখ সাদি আল সুলাইমান বলেছেন, বিনোদন জগতের মূলধারায় যেসব কার্টুন প্রচার হয়- তার চেয়ে ভালো বিকল্প মুসলিম দর্শক-শ্রোতার জন্য থাকা উচিত।

তিনি বলছেন, ইসলামিক মূল্যবোধ সমর্থন করে এমন টিভি কার্টুনের জন্য অভিভাববকদের সমর্থন এমনকি প্রয়োজনে চাঁদাও দেওয়া উচিত।

বারাকা হিলস এর প্রযোজকরা বলছেন, এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য হচ্ছে- ধর্মীয় বিধি পালনকারী একজন মুসলিমের জীবন কেমন এবং তার কমিউনিটির মধ্যে একজন সুনাগরিক হওয়াটাই বা কি- এটা তারা শিশুদের দেখাতে চান।

সংস্থাটি মূলধারার কার্টুন দেখতে শিশুদের নিরুৎসাহিত করছেন না- তবে তাদের সামনে বিকল্প কিছু তুলে ধরতে চাইছে; তাই তাদের এ প্রচেষ্টা।  

ওয়ান ফর কিডস কোম্পানিটি সিডনিভিত্তিক। তারা নামাজ, নবীদের জীবন, রমজান এবং আরবি শিক্ষা বিষয়ক কার্টুন বানিয়ে থাকে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।