ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

দেশে ফিরেছেন সাড়ে ৫৭ হাজার হাজি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
দেশে ফিরেছেন সাড়ে ৫৭ হাজার হাজি হজ পালন শেষে দেশে ফিরছেন হাজিরা/ফাইল ফটো

ঢাকা: হজ পালন শেষে গত ৬ সেপ্টেম্বর থেকে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) পাওয়া সবশেষ তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ ও সৌদিয়া এয়ারলাইন্সযোগে ৫৭ হাজার ৬৪৮ জন হাজি এখন পর্যন্ত দেশে ফিরেছেন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট ৭৫টি এবং সৌদি এয়ারলাইন্সের ৮৬টি ফ্লাইট হাজিদের নিয়ে দেশে ফিরেছে।
 
এবছর বিমান বাংলাদেশ ও সৌদিয়ার ৩৭০টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) হজব্রত পালনে সৌদি আরবে যান।


 
হাজিদের নিয়ে এ ফিরতি ফ্লাইট চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। এ হিসাবে বাকি ১৪ দিনে ৬৯ হাজার ৫৮১ জন হাজিকে দেশে আনতে হবে সৌদি এয়ারলাইন্স ও বিমান কর্তৃপক্ষকে।
 
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বাংলানিউজকে বলেন, এবছর বিমান বাংলাদেশের ৬টি প্লেন হাজিদের বহন করছে। এর মধ্যে ৪টি প্লেনের যাত্রী ধারণক্ষমতা রয়েছে ৪১৯ জন করে এবং বাকি দু’টিতে ৪০৬ জন করে যাত্রী বহন করা হচ্ছে।

এছাড়া সৌদিয়াও হাজিদের পরিবহন করছে। সুতরাং, যথাসময়ে সব হাজি দেশে পৌঁছাতে পারবেন।
 
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
এসআইজে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।