ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

বিনা টিকিটে ট্রেনে যাতায়াত বৈধ নয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
বিনা টিকিটে ট্রেনে যাতায়াত বৈধ নয় বিনা টিকিটে ট্রেনে যাতায়াত বৈধ নয়

ঢাকা: বিনা টিকিটে ট্রেনে যাতায়াতকে অনেকেই অন্যায় মনে করেন না। অথচ এ কাজ ইসলামি শরিয়তে বৈধ নয়, এমনকি রাষ্ট্রীয় আইনেও নিষিদ্ধ।

বিনা টিকিটে ট্রেনে যাতায়াতকে অনেকেই অন্যায় মনে করেন না। অথচ এ কাজ ইসলামি শরিয়তে বৈধ নয়, এমনকি রাষ্ট্রীয় আইনেও নিষিদ্ধ।

ইসলামি বিধানমতে বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করা বৈধ নয়। এমনকি নিয়মতান্ত্রিক রশিদ বা টিকিট গ্রহণ না করে ড্রাইভার কিংবা টিটিকে টাকা দিলেও তা ভাড়া হিসেবে গণ্য হবে না। বরং সেটা হবে ঘুষ। আর ঘুষ ইসলামের দৃষ্টিতে যা সম্পূর্ণ নাজায়েজ।

কখনও কেউ বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করে থাকলে সমপরিমাণ মূল্যের সিটবিহীন টিকিট কেটে ছিড়ে ফেলবেন। এতে ওই অপরাধ থেকে মুক্ত হওয়া যায়।

বাংলাদেশ সময়: ০৮২২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।