ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

তানযীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল হিফজ শাখা উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
তানযীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল হিফজ শাখা উদ্বোধন তানযীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল হিফজ শাখার উদ্বোধন অনুষ্ঠানে অতিথিবৃন্দ

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একটি অলাভজনক এবং অরাজনৈতিক সংস্থা। যা ১৯৯৯ সাল থেকে শিক্ষা মিশন নিয়ে কাজ করে যাচ্ছে।

কাজের ধারাবাহিকতায় সোমবার (০১ জানুয়ারি) তানযীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফীয স্কুলের (হিফজ শাখা) কার্যক্রম শুরু হয়েছে।  

তানযীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফীয স্কুল তানযীমুল উম্মাহর নতুন সংযোজন ও নতুন শাখা।

 

নতুন শাখা শুভ উদ্বোধন অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবালের সভাপিতত্ব করেন।  

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ প্রফেসর মুখতার আহমাদ।  

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান শাহ মুহা. ওলিউর রহমান চিশতী স্বাগত বক্তব্য রাখেন।  

আরও উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটির প্রফেসর মুহা. জাকির হোসাইন, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আবদুল্লাহ আল মামুন, মুহা. আবদুল আলীম, সিনিয়র ডিরেক্টর আ. ন. মু. রাশিদুল ইসলাম সায়েম, মুহাম্মাদ আসলাম মিয়া ও ডিরেক্টর হাবীবুল্লাহ মুহাম্মাদ আল আমীন প্রমূখ।

ভাইস প্রিন্সিপাল মুহা. সাইফুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে তানযীমুল উম্মাহর বিভিন্ন শাখা প্রধানসহ ছাত্র, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।