ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

সাতক্ষীরায় ৩ দিনব্যাপী ইজতেমা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
সাতক্ষীরায় ৩ দিনব্যাপী ইজতেমা শুরু ইজতেমা ময়দান

সাতক্ষীরা: সাতক্ষীরায় আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) বাদ আসর সাতক্ষীরা শহরতলীর মার্কাজ মাঠে লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে ইজতেমা শুরু হয়।

ইজতেমায় বয়ান করছেন কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা আব্দুর রহিম।

সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী গ্রামের আব্দুল হামিদ বাংলানিউজকে বলেন, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ইজতেমায় এসেছি। এখান থেকে সৃষ্টির সেবা ও স্রষ্টার ইবাদতের জন্য জ্ঞান অর্জন করতে পারবো।

তাবলীগ জামাতের সাতক্ষীরার প্রধান মুরুব্বি মাওলানা আবু মুছা বাংলানিউজকে বলেন, ইজতেমায় কোরিয়া, চীন, সিরিয়া, মরোক্কান, মালয়েশিয়াসহ পাঁচটি দেশের জামাতসহ লক্ষাধিক মুসুল্লির সমাগম হয়েছে। ইজতেমায় আগতদের থাকার জন্য ৫০ বিঘা জমির ওপর প্যান্ডেল করা হয়েছে। এছাড়া সার্বক্ষণিক মেডিকেল টিম, ফায়ার সার্ভিস, পুলিশি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।

সাতক্ষীরা সদর সার্কেরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মেরিনা আক্তার বাংলানিউজকে বলেন, ইজতেমাকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।