ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে উরস শরীফ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে উরস শরীফ শুরু ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে উরস শরীফ শুরু।

ঢাকা: ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্বজাকের মঞ্জিলে চার দিনব্যাপী শুরু হচ্ছে উরস শরীফ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) মাগরিব নামাজের পরে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে এ আনুষ্ঠানিকতা শুরু হবে।

বিশ্বের শান্তিকামী মানবতার এ মহামিলনমেলায় ২০ ফেব্রুয়ারি বাদ ফযর বিশ্বওলী কেবলাজান ছাহেবের রওজা শরীফ জিয়ারত ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।

এদিকে উরস উপলক্ষ্যে নান্দনিক সাজে সজ্জিত হয়েছে জাকের মঞ্জিল। দেশ-বিদেশ থেকে আগতদের জন্য ২০ কিলোমিটার এলাকাজুড়ে অনুষ্ঠান ভেন্যু করা হয়েছে। পুরো ভেন্যুর প্রবেশ পথে বিভিন্ন স্থানে সুদৃশ্য তোরণ, অসংখ্য  প্ল্যাকার্ড স্থাপন, আল্লাহু আকবার খচিত অসংখ্য পতাকা,জামে মসজিদসহ সব স্থাপনায় নতুন করে রঙয়ের প্রলেপ, পর্যাপ্ত সফেদ এলইডি বাতি- সব মিলিয়ে অপরুপ এক সাজে সজ্জিত বিশ্ব জাকের মঞ্জিল।

গোটা এলাকা ঘিরে অর্ধশতাধিক পর্যবেক্ষণ টাওয়ার ও নিরাপত্তা চৌকি এবং সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণে মূল এলাকার বাইরে বিশাল পার্কিং স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।