ধর্মসচিব আনিসুর রহমান রোববার (১১ মার্চ) সন্ধ্যায় বাংলানিউজকে বলেন, সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই ১৮ মার্চ পর্যন্ত টাকা জমা দিতে পারবেন। হজ গমনেচ্ছুদের সুবিধার কথা বিবেচনা করেই এ সময় বাড়ানো হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, অনেকেরই পাসপোর্ট সংক্রান্ত জটিলতা ছিলো। এছাড়া বিভিন্ন কারণে নিবন্ধন সম্পন্ন করতে পারেন নি।
গত ১ মার্চ প্রাক-নিবন্ধিতদের মূল নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। রোববারই (১১ মার্চ) তা শেষ হওয়ার কথা ছিলো।
সবশেষ গত ৮ মার্চের তথ্য দিয়ে সচিব জানান, ওইদিন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ১৯৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১০৪ জনের নিবন্ধন হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় আজ থেকে সময় বাড়বে বলে জানান সচিব।
চলতি বছর হজ ফ্লাইট আগামী ১৪ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছিলেন ধর্মমন্ত্রী।
গত ২৬ ফেব্রুয়ারি মন্ত্রিসভায় হজ প্যাকেজ-২০১৮ অনুমোদন দেওয়া হয়। এবার সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর আওতায় হজে যেতে ৩ লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা লাগবে। যা গত বছর ছিলো ৩ লাখ ৮১ হাজার ৫০৮ টাকা। আর প্যাকেজ-২ এর আওতায় ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা খরচ হবে, যা গত বছর ছিলো ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
বেসরকারি ব্যবস্থাপনায় এবার সর্বনিম্ন ১ লাখ ৬৮ হাজার ২৭৭ টাকা খরচ হবে। যা গত বছর ছিলো এক লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকা।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এমআইএইচ/জেডএস