ইউরোপিয়ান দেশ ইউক্রেনের একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র ও উপদ্বীপের নাম ক্রিমিয়া। আয়তন ২৬ হাজার ১০০ বর্গকিলোমিটার।
২০১৪ সালের মার্চ মাসে ক্রিমিয়া নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এবং রুশ ফেডারেশনে যোগ দেয়। ক্রিমিয়ার ২৫ লাখ জনগোষ্ঠীর মধ্যে ২০ শতাংশ মুসলমান।
ক্রিমিয়ায় দু’টো বিমানবন্দর রয়েছে। সেভাস্তোপোল বিমানবন্দর ও সিমফারোপোল আন্তর্জাতিক বিমানবন্দর।
সিমফারোপোল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাতায়াতকারী মুসলিম যাত্রীদের সুবিধার জন্য নামাজখানা উদ্বোধন করা হয়েছে। এভাবে নামাজের ব্যবস্থা করায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রিমিয়ার মুসলিম নেতারা।
ক্রিমিয়ার গ্র্যান্ড মুফতি আমীর আলী আবলায়েভ অন ইসলামকে বলেন, আমাদের দাবীর প্রেক্ষিতে রাশিয়ান ফেডারেশনের নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়ার সিমফারোপোল এয়ারপোর্টে মুসলিম যাত্রীদের জন্য নামাজখানা উদ্বোধন করেছে। আমরা এটাকে ইতিবাচক হিসেবে দেখছি।
বিমানবন্দরের এই নামাজখানায় বেশ কয়েকটি জায়নামাজ, তসবিহ এবং পবিত্র কোরআন রাখা হয়েছে।
নামাজখানার পাশে খ্রিস্টান যাত্রীদের প্রাথর্নার জন্যও রয়েছে বিশেষ প্রার্থনা কক্ষ।
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
এমএইউ/