মঙ্গলবর (১ মে) সন্ধ্যায় মাগরিবের আজানের আগেই ইবাদত-বন্দেগি করতে মসজিদমুখী হওয়া শুরু করেন মুসল্লিরা। জাতীয় বায়তুল মোকাররম মসজিদে বাড়তে থাকে ভিড়।
এশার নামাজের পর দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করেন ইমাম। বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজেদের মধ্যকার সংঘাতের অবসান চেয়ে মুসলমানদের ঐক্য কামনা করা হয় মোনাজাতে।
সারা রাতব্যাপী ওয়াজ, জিকির ও দোয়া মাহফিল হবে জাতীয় মসজিদে। এশার নামাজের পর শবে বরাতের ফজিলত ও করণীয় বিষয়ে বয়ান করেন আলেমরা।
রাতব্যাপী ওয়াজ, জিকির, দোয়া মাহফিলে বয়ান পেশ করবেন মাওলানা মুহিউদ্দিন কাসেম, হাবিবুর রহমান যুক্তিবাদী, সৈয়দ ওয়াহিদুজ্জামান, এহসানুল হক জিলানী, মিজানুর রহমান।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মে ০১, ২০১৮
এমইউএম/এএ