প্রথমে খুতবায় জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরা হয়। পরে নামাজ এবং মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মিজানুর রহমান।
মোনাজাতে তিনি বিশ্বজুড়ে মুসলিম দেশগুলোর সংঘাত বন্ধে এবং সেখানে শান্তি প্রতিষ্ঠায় মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করেন। একইসঙ্গে দেশ ও জাতির কল্যাণ ও শান্তি প্রার্থনা করেন। এই রোজায় তাকওয়ার যে চর্চা হয়েছে, তা যেন বাকিটা বছর চর্চা করতে পারেন মুসল্লিরা সে দোয়াও করা হয় মোনাজাতে।
সিনিয়র পেশ ইমামের সঙ্গে সঙ্গে সঙ্গে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে ইহ ও পরকালের মুক্তি কামনা করেন হাজারো মুসল্লি।
বরাবরের মতো জুমাতুল বিদা উপলক্ষে বায়তুল মোকাররমে নেমেছিল মুসল্লিদের ঢল। অনেকে মসজিদের আঙিনা ও রাস্তায় দাঁড়িয়েও নামাজ আদায় করেন।
এছাড়া, সারাদেশের মসজিদগুলোতেও জুমাতুল বিদা পালিত হয় যথাযথ মর্যাদায়। সব মসজিদেই দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
এমইউএম/এইচএ