ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

৭৫ বছরের বৃদ্ধার কোরআন মুখস্থ!

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
৭৫ বছরের বৃদ্ধার কোরআন মুখস্থ! বয়োবৃদ্ধ মুনিসা বিনতে সাইদ বিন জাফর আল-আলিয়ানি ছবি : সংগৃহীত

সৌদি আরবের আসির শহরের এক বয়োবৃদ্ধ নারী। বয়স ৭৫ ছুঁইছুঁই। পুরা নাম মুনিসা বিনতে সাইদ বিন জাফর আল-আলিয়ানি। অক্ষরজ্ঞান না থাকা সত্ত্বেও এই অশীতিপর বৃদ্ধা সম্পূর্ণ কোরআন হেফজ (মুখস্থ) করতে সক্ষম হয়েছেন।

এতে তার সময় লেগেছে নয় বছর। ক্রমাগত ও নিয়মতান্ত্রিক প্রচেষ্টায় তিনি আল্লাহর পবিত্র কালাম সম্পূর্ণভাবে হেফজ করেছেন।

প্রথম দিকে তিনি পবিত্র কোরআনের ছোট ছোট সুরাগুলো হেফজ করা শুরু করেন। এরপর ধীরে ধীরে অন্য সুরাগুলো মুখস্থ করেন।

অক্ষরজ্ঞান না থাকায় কোরআন হেফজ করতে তিনি পরিবারের সদস্যদের সহযোগিতা নিয়েছেন। এছাড়াও অধিকাংশ সময় ইলেকট্রনিক লার্নিং ডিভাইসের মাধ্যমে কোরআন হেফজের কাজ চালিয়ে গেছেন।

জানা গেছে, তিনি মনোযোগ দিয়ে ইলেকট্রনিক ডিভাইসে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শুনতেন। এরপর বেশ কয়েকবার সেগুলো মুখে আওড়াতেন। এভাবে তিন পারা মুখস্থ হওয়ার পর সেগুলো পুনরাবৃত্তি করতেন। এভাবে দীর্ঘ প্রচেষ্টায় মুনিসা বিনতে সাইদ সম্পূর্ণ কোরআন হেফজ সম্পন্ন করেন।

এ ব্যাপারে স্থানীয় সংবাদমাধ্যমকে মুনিসা বলেন, আমার পরিবার এবং দারুল ইয়াকিন কোরআন হেফজ সেন্টারের সদস্যদের অনুপ্রেরণায়  কোরআন হেফজ সম্পন্ন করতে পেরেছি। আলহামদুল্লিাহ এতে আমি অনেক খুশি।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।