রোববার (১৭ ফেব্রুয়ারি) ফজরে পর আম বয়ানে শুরু হয়েছে সাদ অনুসারীদের ইজতেমা।
ময়দানে অবস্থানরত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে বৃষ্টির কারণে মুসল্লিদের সাময়িক দুর্ভোগ হয়।
কুমিল্লা থেকে আসা মুসল্লি মো. নজরুল ইসলাম জানান, ইজতেমা করতে পারছি এটাই আনন্দের ব্যাপার। বৃষ্টির সময় বিছানাপত্র পলিথিন ও চট দিয়ে ঢেকে রেখেছি। ওই সময় সাময়িক সমস্যা হয়েছিল।
মকবুল হোসনে নামে আরেক মুসল্লি জানান, মুসল্লিরা মিলে-মিশে থাকতে চাই। আল্লাহর ইবাদত করতে এখানে এসেছি।
সাদপন্থীদের ইজতেমা আয়োজক কমিটির এক সদস্য বাংলানিউজকে জানান, বৃষ্টির কারণে সাময়িক অসুবিধা হলেও সকালে আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয়েছে সাদ অনুসারীদের ইজতেমা।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
আরএস/এমএমইউ