ইবাদত-বন্দেগির মধ্যে থেকে মুসল্লিরা সেরে নিচ্ছেন রান্নার কাজ, গোসল, কাপড় ধোয়া ও বাজার করাসহ অন্যান্য প্রয়োজনীয় সব কাজ।
সাদ অনুসারী আয়োজক কমিটির এক সদস্য বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে তালিমের মুয়াল্লিমদের উদ্দেশ্যে উর্দুতে বয়ান করেন দিল্লির মুরুব্বি মুফতি রিয়াসদ আলী।
তিনি আরো জানান, বাদ জোহর উর্দুতে বয়ান করবেন দিল্লির শাহজাদ, পরে তা বাংলায় তরজমা করবেন ঢাকা কাকরাইল মসজিদের মাওলানা মুনির বীন ইউসুফ। বাদ আছর বয়ান করবেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম (বাংলায়)। এরপর বাদ মাগরিব উর্দুতে বয়ান করবেন দিল্লির মুরুব্বি মাওলানা শওকত এবং বাংলায় তা তরজমা করবেন মুফতি জিয়া বিন কাশেম।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি ২০১৯।
আরএস/এমএমইউ