ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

আখেরি মোনাজাতে শেষ হলো চরমোনাইয়ের মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
আখেরি মোনাজাতে শেষ হলো চরমোনাইয়ের মাহফিল চরমোনাই পীরের বার্ষিক মাহফিল/ছবি: বাংলানিউজ

বরিশাল: আমিরুল মুজাহিদীন হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাইয়ের তিনদিন ব্যাপী বার্ষিক ফাল্গুন মাহফিল আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো।

এ মাহফিল ২০ ফেব্রুয়ারি (বুধবার) শুরু হয়ে ২৩ ফেব্রুয়ারি (শনিবার) সকালে শেষ হয়।

মোনাজাত শুরু হয় সকাল ৮টা ৩৪ মিনিটে।

২০ মিনিটি ব্যাপী এ মোনাজাতে লাখো আশেকিনের রোনাজারিতে পুরো চরমোনাই ময়দান ভারী হয়ে ওঠে।  

মোনাজাতে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের রুহের মাগফেরাত এবং দেশ, ইসলাম ও মুসলমানদের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মোনাজাতে বরিশালের স্থানীয় বাসিন্দা, প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।