বিখ্যাত তাবেয়ি ইবনে জুরাইজ রহ. বলেন, রাসুল (সা.) যখন কোনো মৃত ব্যক্তির খাটিয়ার পেছনে পেছনে কবরের কাছে যেতেন, তখন তিনি চুপ থাকতেন এবং আখেরাতের বিষয়ে চিন্তামগ্ন থাকতেন। (মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস নং ৬২৮২)
সাহাবায়ে কেরামকেও এ সময় চুপ থাকার নির্দেশ দিতেন তিনি।
রাসুল (সা.) সুস্পষ্ট নির্দেশনা থাকার কারণে সাহাবায়ে কেরাম ও তাবেয়িনদের আমলও ব্যাপকভাবে চুপ থাকা ও চিন্তামগ্ন থাকাই ছিল।
বিখ্যাত তাবেয়ি কায়েস ইবনে আব্বাদ (রহ.) বলেন, তাবেয়িরা তিন সময় চুপ থাকাকে মুস্তাহাব মনে করতেন। এক. মৃত ব্যক্তির পেছনে যাওয়ার সময়, দুই. জিকির করার সময়, তিন. যুদ্ধ-সংগ্রাম করার সময়।
লেখক : সম্পাদক, ডেইলি মাইনিউজ (এরাবিক নিউজপোর্টাল) ও শিক্ষক, জামেয়া রাহমানিয়া সাওতুল হেরা, টঙ্গী, গাজীপুর।
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
এমএমইউ