ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

জার্মান সফরে যাচ্ছেন ক্বারি আহমাদ বিন ইউসুফ

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
জার্মান সফরে যাচ্ছেন ক্বারি আহমাদ বিন ইউসুফ শাইখ ক্বারি আহমাদ বিন ইউসুফ আল আযহারী

ঢাকা: বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ক্বারি ও আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর সভাপতি শাইখ ক্বারি আহমাদ বিন ইউসুফ আল-আযহারী জার্মান সফরে যাচ্ছেন। তিনি জার্মানির ডর্টমুন্ড শহরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কেরাত সম্মেলন (কোরআন-ই-কারিম জিয়াফেতি)-২০১৯’ এর প্রধান অতিথি হিসেবে অংশ নিতে যাচ্ছেন।

শনিবার (২৩ মার্চ) সকালে সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

ইউরোপের অন্যতম বড় ইসলামিক অর্গানাইজেশন ‘আইজিএমজি’ এই সম্মেলনটি আয়োজন করেছে।

অর্গানাইজেশনটির সভাপতি আব্দুল্লাহ কোদমান এক বিবৃতির মাধ্যমে অতিথিদের নাম জানিয়েছেন।

বাংলাদেশ ছাড়াও এতে বিভিন্ন দেশের ক্বারি, স্কলার ও রাষ্ট্রদূতরা অংশগ্রহণ করবেন। রবিবার (২৪ মার্চ) সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিন দিনের এই সফরে শাইখ ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আযহারী একটি হিফজুল কোরআন প্রতিযোগিতার বিচারক ও বিভিন্ন স্কুল, কলেজ পরিদর্শন করবেন। যেখানে তিনি কোরআনচর্চার গুরুত্বারোপ ও মানোন্নয়নের ব্যাপারে মত বিনিময়ও করবেন।

শাইখ ক্বারি আহমাদ বিন ইউসুফ আল আযহারী বিশ্বের ৪৫টি দেশে সফর করেছেন। কোরআনের বার্তা নিয়ে তিনি সেসব দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

ইসলাম বিভাগে আপনিও লিখতে পারেন। লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।