..
চট্টগ্রাম: বাংলাদেশে আরবি ভাষা ও সাহিত্য চর্চার পথিকৃৎ প্রতিষ্ঠান—চট্টগ্রামের জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ায় ১৫ দিন ব্যাপী আরবি ভাষা ও সাহিত্যের কোর্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। কোর্সটির তত্ত্বাবধান করবেন বাংলাদেশে আরবি ভাষা ও সাহিত্যের প্রবাদপুরুষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী। ব্যবস্হাপনায় রয়েছে ‘জামেয়া দারুল মাআরিফ প্রাক্তন ছাত্র পরিষদ’।
দেশের অন্যতম বিজ্ঞ ও প্রাজ্ঞ আরবি সাহিত্যিকরা কোর্সে দরস (ক্লাস) দেবেন। প্রথম রমজান থেকে শুরু হয়ে ১৫ রমজান পর্যন্ত কোর্সের কার্যক্রম চালু থাকবে।
কওমি মাদরাসায় কমপক্ষে শশুম (অষ্টম শ্রেণী সমমান) বা সরকারি মাদরাসায় দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। এছাড়া অন্যান্য উচ্চ শিক্ষার্থীদের জন্যও অংশ নেওয়ার সুযোগ রয়েছে। রেজিষ্ট্রেশনের শেষ সময় সোমবার (০৬ মে)। উদ্ভোধনী দরস (ক্লাস) শুরু হবে মঙ্গলবার (০৭ মে)।
সীমিত আসনের এ কোর্সে থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি। ইতিমধ্যেই অনেকে ভর্তি সম্পন্ন করেছেন। কোর্স শেষে উত্তীর্ণদের সনদ ও বিশেষ পুরস্কারও দেওয়া হবে।
যারা দরস (ক্লাস) দেবেন: আল্লামা ফুরকানুল্লাহ খলীল, ড. রশিদ জাহেদ, মাওলানা আবু তাহের, প্রফেসর ড. শাকের আলম শওক, প্রফেসর ড. মুস্তাফা কামিল মাদানী, মাওলানা আমিনুল্লাহ, মাওলানা এনামুল হক মাদানী, মাওলানা শোয়াইব মক্কী, মাওলানা আফিফ ফুরকান মাদানী, মাওলানা হারুনুর রশীদ, মাওলানা মুহাম্মদ নুর আনোয়ারী।
রেজিষ্ট্রেশন নিশ্চিত করতে ও কোর্সসংক্রান্ত তথ্য জানতে যোগাযোগ: 01829-321211, 01832-066828
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এমএমইউ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।