কার্যক্রমের অংশ হিসেবে স্কুল-কলেজ শিক্ষার্থীদের পাশাপাশি মাদরাসা শিক্ষার্থীদের জন্য ‘সহিংস উগ্রবাদ প্রতিরোধে ইসলামের শিক্ষা’ শিরোনামে রচনা প্রতিযোগিতার আয়োজন করে। এ প্রতিযোগিতায় মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন, চট্টগ্রামের বায়তুশ শরফ আদর্শ কালিম মাদরাসার ফাজিল শ্রেণির ছাত্র মোহাম্মদ সাইফুর রহমান।
রবিবার (৩০ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে প্রাণবন্ত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার)। এতে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান অধ্যাপক ড. আব্দুস সালাম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, ডিবিসি নিউজের সিইও মঞ্জুরুল ইসলাম ও ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান পিপিএম।
অনুষ্ঠানে সাংবাদিকদের সেরা রিপোর্টিং বিজয়ী এবং স্কুল ও কলেজের বিজয়ী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জুলাই ০১, ২০১৯
এমএমইউ