উত্তর: এ ক্ষেত্রে ইদ্দত পালন করা আপনার জন্য ওয়াজিব ছিল। তাই ইদ্দতের ভেতর হজ করার কারণে আপনার গুনাহ হয়েছে।
গুনাহ হলেও আপনার হজ আদায় হয়ে গেছে। যদি শরিয়তের হুকুম মেনে এ বছর যদি ইদ্দত পালন করতেন, আর পরের বছর হজ পালন করতেন, তাহলে দুইটি হুকুমই পালন করা হতো। দ্বীনি বিষয়ে সিদ্ধান্ত নিতে বিজ্ঞ আলেম থেকে কোনোভাবে জেনে নেওয়া জরুরি। না হয়, ভুল হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়।
সূত্র: তিরমিজি, হাদিস নং: ১৩০৪; মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস নং: ১৪৮৬৫; মাবসুত, সারাখসি, খণ্ড: ৪, পৃষ্ঠা: ১১১; বাদায়েউস সানায়ে, খণ্ড: ০২ পৃষ্ঠা: ৩০১; রদ্দুল মুহতার, খণ্ড: ০২, পৃষ্ঠা: ৪৬৫; গুনয়াতুন নাসিক, পৃষ্ঠা: ২৯
প্রশ্নটি করেছেন: সানজিদা নওরিন, পরশুরাম, ফেনী
ইসলাম বিভাগে আপনিও জীবনঘনিষ্ঠ প্রশ্ন পাঠাতে পারেন। প্রশ্ন পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
এমএমইউ