উত্তর: ইহরাম অবস্থায় ইহরামের পোশাক পরিবর্তন করা যাবে। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, রাসুল (সা.) ইহরাম অবস্থায় ‘তানয়িম’ নামক স্থানে কাপড় পরিবর্তন করেছিলেন।
বিখ্যাত তাবেয়ি ইবরাহিম নাখাঈ (রহ.) বলেন, ইহরাম গ্রহণকারী ইহরামের কাপড় পরিধান করার পর যখন ইচ্ছা তা পরিবর্তন করতে পারবেন। (মুসান্নাফ ইবনে আবি শায়বা, হাদিস নং: ১৫০১১)
প্রসঙ্গত ইহরাম অবস্থায় কেউ মারা গেলে, তাকে অন্যান্য মৃতের মতোই গোসল দেওয়া হবে এবং যথানিয়মে অন্যান্য কাজ সম্পন্ন করা হবে। আয়েশা (রা.)-কে ইহরাম অবস্থায় মৃত্যুবরণকারী সম্পর্কে জিজ্ঞাসা করা হল। উত্তরে তিনি বললেন, সাধারণ মৃতের বেলায় যা করে থাকো, তার বেলায়ও তা-ই করবে। (মুসান্নাফ ইবনে আবি শায়বা, হাদিস নং: ১৪৬৪৯)
পবিত্র মক্কা থেকে প্রশ্নটি করেছেন: সরফুদ্দিন হায়দার
ইসলাম বিভাগে জীবনঘনিষ্ঠ প্রশ্ন আপনিও পাঠাতে পারেন। প্রশ্ন পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ১৪০১, জুলাই ২৬, ২০১৯
এমএমইউ