উত্তর: ‘কাবা শরিফ দেখলে কিংবা ওমরাহ করতে গেলে হজ ফরজ হয়ে যায়’- এ ধারণা কোনোভাবেই ঠিক নয়। কারণ পবিত্র কাবাঘর দেখা না দেখার সঙ্গে হজ ফরজ হওয়ার কোনো সম্পর্ক নেই।
অতএব, হজ ফরজ হওয়ার জন্য হজের মৌসুমে হজে যাওয়া-আসার খরচ থাকতে হবে। এছাড়াও সফরে থাকাকালীন পরিবারের লোকদের স্বাভাবিক খরচের ব্যবস্থা থাকা জরুরি। আর বর্তমানে হজের জন্য সৌদি সরকারের অনুমতি থাকা ও বৈধ ভিসাও প্রয়োজন। ওমরাহর ভিসায় গিয়ে হজ করার অনুমতি থাকে না। তাই ওমরাহ করতে গিয়ে হজের জন্য থেকে যাওয়া আইনত নিষেধ। সুতরাং উমরা করতে যাওয়ার কারণে হজ ফরজ হবে না।
সূত্র: রদ্দুল মুহতার: ২/৬০৩; গুনইয়াতুন নাসিক: ১৮-২২, ৩৩৮; আল-মাসালিক: ১/২৬২; মানাসিক: ৪২-৪৩, ৫৩; জাওয়াহিরুল ফিকহ: ১/৫০৭)
প্রশ্নটি করেছেন: শারাফাত মাসুদ, উত্তর কাট্টলী, চট্টগ্রাম।
ইসলাম বিভাগে জীবনঘনিষ্ঠ প্রশ্ন আপনিও পাঠাতে পারেন। প্রশ্ন পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ১৩০৪, জুলাই ২৭, ২০১৯
এমএমইউ