বৃহস্পতিবার (১৫ই আগস্ট) মেলাটি শুরু হয়েছে। এতে আল-জাহিজের আরবিতে লিখিত বিশ্বের অন্যতম প্রাচীন কিতাব আল-হাইয়াওয়ান-এর বিভিন্ন আলোচ্য বিষয় আধুনিক প্রযুক্তির সাহায্যে দৃশ্যায়ন করে প্রদর্শিত হচ্ছে।
সারাবিশ্বে ইসলামী সভ্যতার স্বর্ণযুগের বিবিধ অর্জন ও মুসলিম বিজ্ঞানীদের অবদান শিক্ষিতজনবিদিত। তাই এসব অন্যদের কাছে তুলে ধরতে প্রদর্শনী ও চলচ্চিত্র নির্মাণের অংশ হিসেবেই ১০০১ ইনভেনশনস এ আয়োজন করছে।
৯ম শতাব্দীর মুসলিম প্রাণিবিজ্ঞানী আল-জাহিজের চোখে দেখা প্রাণিজগতের দৃশ্যমান প্রদর্শনীর মাধ্যমে মেলায় আগত দর্শকদের বিভিন্ন প্রাণী সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।
আল-জাহিজের আসল নাম আমর ইবনে বাহর আল-কিনানি। আল-জাহিজ নামেই তিনি বেশি পরিচিত। জাহিজ ৯ম শতকের একজন আরব গল্পকার ও প্রাণিবিজ্ঞানী। তার রচিত ‘কিতাব আল-হাইয়াওয়ান’ (প্রাণীদের গ্রন্থ) গ্রন্থটি বিভিন্ন প্রাণীদের সচিত্র বিবরণ সংবলিত প্রাচীনতম গ্রন্থগুলোর অন্যতম। ৩৫০টিরও অধিক প্রাণী সম্পর্কে এই গ্রন্থে তিনি আলোচনা করেছেন।
ইসলাম বিভাগে আপনিও লিখতে পারেন। লেখা ও প্রশ্ন পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এমএমইউ